May 15, 2024, 3:32 am

‘অভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেলে আমাকে জানাবেন : সংসদ সদস্য এ কে আজাদ

Reporter Name
  • আপডেট Friday, February 23, 2024
  • 31 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :: ফরিদপুরে অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেলে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ। পাশাপাশি ফরিদপুরে শিক্ষার মান বাড়াতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করবেন বলে তিনি জানান। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অধীনে উত্তর বিল মামুদপুর উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এ কে আজাদ বলেন, ফরিদপুরের কোনো শিক্ষার্থীর যেন অর্থের অভাবে পড়ালেখা বন্ধ না হয়। আপনারা শিক্ষক ও অভিবাবকবৃন্দ সে বিষয়ে খেয়াল রাখবেন, প্রয়োজনে আমাকে জানাবেন, আমি তার পড়ালেখার খরচ বহন করব। এই আসনের প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়নে কাজ করা হবে। এর আগে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এই সংসদ সদস্য।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর বিলমামুদপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল কাদের। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তর বিলমামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান, আবুল বাতিন, উত্তর বিল মামুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওহিদুর রহমান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর