December 2, 2023, 10:50 am

মানুষ কেন এখনো আমার বিবাহিত জীবন নিয়ে কথা বলেন?

মাসুদ আলম
  • আপডেট Monday, May 8, 2023
  • 188 জন দেখেছে

ভালোবেসে ঘর বেঁধেছিলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। তারপর দুজনার দু’টি পথ গেছে বেঁকে।

বিয়েবিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে আহত হয়ে পড়েছিলেন। তার মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন। এখনো পুরোপুরি সুস্থ নন, তারপরও কাজে ফিরেছেন সামান্থা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সামান্থা-নাগা দুজনেই নীরব ছিলেন। কয়েক দিন আগে বিষয়ে মুখ খুলেন সামান্থা। এবার বিয়েবিচ্ছেদ নিয়ে কথা বললেন নাগা চৈতন্য।

আপনার ব্যক্তি জীবন নিয়ে অপ্রত্যাশাতি প্রশ্ন করা হলে তা কীভাবে সামাল দেন? জবাবে নাগা চৈতন্য বলেন, ‘সাধারণত এসব বিষয় আমি এড়িয়ে চলি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আর তা হলো— মানুষ কেন এখনো আমার বিবাহিত জীবন নিয়ে কথা বলেন?’

বিচ্ছেদের পর আপনি জীবনকে সামনে এগিয়ে নিয়েছেন, সামান্থাও কি তাই? এ প্রশ্নের উত্তরে নাগা চৈতন্য বলেন, ‘হ্যাঁ। আমাদের বিয়েবিচ্ছেদ হয়েছে তাও দুই বছর কেটে গেছে। আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়েছে তাও এক বছর পার হয়েছে। কোর্ট আমাদের ডিভোর্স গ্রহণ করেছেন। আমরা দুজনেই দুজনের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের বিবাহিত জীবনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’

ব্যক্তিগত জীবনে আপনি কি সুখী? এমন প্রশ্নের জবাবে নাগা চৈতন্য বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি খুবই সুখী। জীবন আমার প্রতি খুবই সহানুভূতিশীল। জীবনের প্রতিটি বাঁকে আমি শিখেছি। আমি আমার অতীত, বর্তমান ও ভবিষ্যতকে ইতিবাচকভাবে দেখি। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।’

মিডিয়াকে দোষারোপ করে নাগা চৈতন্য বলেন, ‘মিডিয়া একজন তৃতীয় পক্ষকে নিয়ে আসে। অথচ সে আমার অতীতের জীবনে ছিলো না। এটা ওই তৃতীয় পক্ষের জন্য অসম্মানজনক। মিডিয়া অযথাই এটা করেছে। এটি আমাকে পীড়া দেয়।’

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলোচিত নাগা ও সামান্থা। ২০২১ সালের ২ অক্টোবর ডিভোর্সের ঘোষণা দেন এই তারকা দম্পতি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর