স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিশেষ অভিযানে দায়িত্ব পালন করা অবস্থায় টঙ্গী পূর্ব থানার এএসআই জাহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার (৯ এপ্রিল) রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত জাহিদুল ঝিনাইদহ জেলা সদরের কুঠি দুর্গাপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানায় কর্মরত এএসআই মোহাম্মদ জাহিদুল ইসলাম কর্তব্যরত অবস্থায় সোমবার বিকেল পৌনে ৬টায় হৃদরোগে আক্রান্ত হন। ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধারে পরিচালিত বিশেষ অভিযান চলাকালে হঠাৎ বুকে ব্যথা নিয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত ডাক্তার তার পরীক্ষা-নিরীক্ষা করেন। তার অবস্থার অবনতি হলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শোক জানিয়েছে। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জাহিদুল ইসলাম ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বিভিন্ন জেলায় চাকরি করেছেন তিনি। ২০২১ সালের ১০ সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় যোগ দিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।