স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কলের বাজার নব-নির্বাচিত ব্যবসায়ী পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. লুৎফর কবির। সভাপতিত্ব করেন বাজার পরিচালনা পরিষদের সভাপতি খান শামীম হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা, পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ। আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব। নির্বাচন পরিচালনার প্রধান আহ্বায়ক আলী আকবর নোমানী। বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ ইলিয়াস। সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন। কোষাধ্যক্ষ মো. জব্বার শেখ প্রমুখ।