June 7, 2023, 10:00 pm

মার্কিন ভিসা নীতি আগামী নির্বাচনে সহায়ক ভূমিকা রাখবে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Thursday, May 25, 2023
  • 20 জন দেখেছে

মার্কিন ভিসা নীতি আগামী নির্বাচন সুষ্ঠু করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যে উদ্বিগ্ন তারই প্রতিফলন এই মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। যারা ভোট চুরির সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত, তাদের সরার জন্যই এটা প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের এই বার্তা আওয়ামী লীগ না বুঝলে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সারাদেশে সভা-সমাবেশে বাধা দিচ্ছে সরকার। সেই সঙ্গে ভোট চুরির প্রক্রিয়াও অব্যাহত রেখেছে। গাজীপুর সিটি নির্বাচনের দিকে চোখ রাখলে তার প্রমাণ পাওয়া যায়। সেখানে ভোটের গণতান্ত্রিক পরিবেশ নেই। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় সাবেক মেয়রকে ভোট করতে দেয়নি সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর