January 15, 2026, 11:49 am

গাজীপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, January 12, 2026
  • 25 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুরের টঙ্গীতে জাতীয় ঐক্যের প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার বাদ মাগরিব জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর ২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর আদর্শ ও নেতৃত্ব এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর