January 15, 2026, 11:15 am

কোটা সংস্কার আন্দোলন নিয়ে ১০ মিনিটে লেখা গান, মিলিয়ন মিলিয়ন ভিউ

Reporter Name
  • আপডেট Monday, July 29, 2024
  • 105 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: গানটির বয়স মাত্র এক দিন। ফেসবুকে আপলোড করা হয়েছে ২৭ জুলাই মধ্যরাতে। তারপর থেকেই গানটি ‘ভাইরাল’ বলা যায়। শুধু শিল্পীর ফেসবুক পেজেই দেখা হয়েছে ৩০ লাখের বেশিবার ভিউ হয়েছে ইউটিউবেও।
শেয়ার ও কমেন্টও অসংখ্য। ‘চলো ভুলে যাই’ শিরোনামের গানটি এত ভিউ হওয়ার পেছনে বড় কারণ এই সময়কে উপজীব্য করে লেখা হয়েছে গানটি। এই সময় মানে, চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। মাসখানেক হলো কোটা সংস্কার নিয়ে চলছে দেশের শিক্ষার্থীদের আন্দোলন।
তার জেরে এরই মধ্যে দেশে চলছে কারফিউ। হতাহত হয়েছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। সেসব মৃত্যু আর খারাপ দিনগুলো নিয়েই গানটি লিখেছেন তরুণ সংগীতশিল্পী পারসা মাহজাবীন পূর্ণী। উকুলেলে বাজিয়ে গানটি গেয়েছেনও তিনি। গানের কথার শুরুটা এমন, ‘ভুলে যাই আমি ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি/কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি।’
গানটি নিয়ে কালের কণ্ঠ’র সঙ্গে কথা হয় এই শিল্পীর। তিনি বলেন, ‘আমরা একটা দম বন্ধ সময় পার করছি। আমি নিজেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তাই এই কষ্টটা হাড়ে হাড়ে টের পাচ্ছি।
গানটা লেখার প্রেক্ষাপট নিয়ে বলেন, ‘যখন আন্দোলন তুঙ্গে তখন শারীরিক অসুস্থতার জন্য রাস্তায় নামতে পারিনি। কিন্তু বসে থাকার তো সুযোগ নেই। মাঠে থাকতে পারছি না, কিন্তু অন্য কিছু তো করতে পারি। তাই গানটা যেদিন আপলোড করি তার ঘণ্টাখানেক আগে গানটা লিখে ফেললাম। যা মনে হয়েছে সেটাই লিখেছি। লিখতে সময় লেগেছে ১০ মিনিটের মতো। তারপর সুর বসিয়ে মধ্যরাতে ভিডিও করলাম। চারবারের চেষ্টায় ভিডিও শেষ করতে পেরেছি। আপলোড দিলাম রাত ২টার পরে। তার পর থেকে সবাই পছন্দ করেছে।’ গানটা অনেকেই শেয়ার করেছেন। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আজ শেয়ার করে লিখেছেন, ‘এটা সম্পূর্ণ ভিন্ন প্রজন্ম! এই প্রজন্মের বিবর্তন দেখে গর্বিত! শ্রদ্ধা ও ভালোবাসা নেবে।’
ব্যাপারটা আপ্লুত করেছে পূর্ণীকে। এক পোস্টে ফারুকীর শেয়ার করার স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘এ জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তার বেশিই পেয়েছি! শ্রদ্ধা ও ভালোবাসা নেবেন প্রিয় মোস্তফা সরয়ার ফারুকী। এই অনুপ্রেরণাগুলো আঁকড়েই আমি বাঁচি, আমি আগাই, তখন আর পেছাতে মন চায় না।’
পারসা জানান, তিনি ছোটবেলা থেকেই গান করেন। এরই মধ্যে মৌলিক গান প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গেয়েছেন নাটকের গানও। এখানেই থেমে নেই, কিছুদিন হলো অভিনয় শুরু করেছেন এই গায়িকা। প্রবীর রায় চৌধুরীর ‘লাই লাইন’ নাটকে অভিনয় করেছেন। গান করেছেন ‘লাভ সাব’ নাটকে। এ ছাড়া মাহমুদুর রহমান হিমির নাটকেও অভিনয় করেছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর