January 15, 2026, 11:19 am

টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনে মেয়র জায়েদা খাতুন

Reporter Name
  • আপডেট Monday, July 29, 2024
  • 52 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চল-১ এর কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা আজ সোমবার সকালে পরিদর্শনে আসেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
এ সময় মেয়র জায়েদা খাতুন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুর করে ব্যপক ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি দেখছেন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। হামলায় আমার ছেলে সাবেক মেয়র এডভোকেট মো: জাহাঙ্গীর আলম আহত হয়ে সিঙ্গাপুরে চিকিতসাধীন রয়েছেন। তার জন্যও দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. ইব্রাহিম খান, টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, কাউন্সিলর হেলাল উদ্দিন, শাহ আলম রিপন, মহিলা কাউন্সিলর কেয়া শারমিন ও রাখী সরকার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর