January 15, 2026, 12:27 pm

বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Tuesday, July 2, 2024
  • 54 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, গোপলগঞ্জ :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন। একই মন্ত্রণালয়ের সচিব হিসাবে পুনরায় নিয়োগ পাওয়ায় মঙ্গলবার বেলা ১২ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চেয়ারম্যান আফতাব আলী সেখ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ডঃ সেলিম রেজা, মোহাম্মদ আশরাফুল আফসার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, গোপালগঞ্জ পরমাণু ভবনের (ইনমাস) পরিচালক আজমল কবির সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সচিব মো. আলী হোসেন বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর