May 3, 2024, 6:24 am

৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি : জিএম কাদের

Reporter Name
  • আপডেট Saturday, April 29, 2023
  • 172 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। সাংগঠনিকভাবে যারা ভালো কাজ করবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থিতা দেওয়া হবে। দেশের রাজনীতি ও অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে।’আজ শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘পাঁচ সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। আমরা প্রত্যেকটি সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো। এরইমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হবো।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ বলছেন, তারা ভোট দিতে পারবেন তো? ভোট দিলেও ফলাফল কি তাদের দেওয়া ভোট গুনে প্রকাশ করা হবে? এ কথাগুলো সাধারণ ভোটাররা আমাদের কাছে জিজ্ঞাসা করেন। সঠিকভাবে নির্বাচনে ভোট হবে কি না, বাধাগ্রস্ত হবো কি না- এসব প্রশ্ন সাধারণ জনগণের। এ কারণেই মানুষের নির্বাচন ব্যবস্থার ওপর অনাস্থা।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর