May 19, 2024, 12:03 am

সুফিবাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে পারলে সমাজে অশান্তি-দুর্দশা থাকবে না : মছনবী হায়দার

Reporter Name
  • আপডেট Saturday, January 27, 2024
  • 31 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বাংলাদেশ তরিকত ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার শাহসাহেব বলেছেন, সুফিবাদের মাধ্যমে আধ্যাত্বিকতার যে দর্শন এটা মানব জীবনে প্রতিষ্ঠিত করতে পারলে সমাজে কোনো প্রকার অশান্তি ও দূর্দশা থাকবে না। সমাজকে শান্তি এবং কল্যাণের দিকে আনার জন্যই আল্লাহর অলিদের আগমন হয়েছে।

তিনি বলেন, মানুষ যেন মানুষের কল্যানে কাজ করতে হবে এবং সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। যাতে ইসলামে বিশৃংখলা সৃষ্টি না হয়। বর্তমানে ইসলামের পেছনে অনেক শত্রু। শত্রুতা বন্ধ করার জন্য ইসলামিক যে কালচার এবং সুফিবাদের যে কালচার তা সবার মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। গতকাল টঙ্গীর পাগাড় এলাকায় শাহসুফি সৈয়দ আবু সাঈদ হায়দার শাহসাহেব (ক.) এর তিনদিন ব্যাপী ৫৬তম ওরশ শরীফের আখেরি মোনাজাত শেষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আলহাজ্ব সৈয়দ আবু রাজ্জাক হায়দার শাহসাহেবসহ ভক্ত ও আশেকান উপস্থিত ছিলেন।

আবু দাউদ মছনবী হায়দার আরো বলেন, আসুন আমরা মওলায়ে আলমের রহমতের সামিয়ানাতলে মিলিত হয়ে ত্বরিকা-এ-হায়দারীর ও বাবা হায়দারী (ক.) কেবলার এশকের মহান আদর্শকে জাগিয়ে তুলি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর