May 20, 2024, 4:04 pm

সিলেটে অনিদিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

Reporter Name
  • আপডেট Wednesday, February 28, 2024
  • 30 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটে অনিদিষ্টকালের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। গ্যাস সরবরাহ বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি আহ্বান করেছিলেন তারা। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠক শুরু করেন পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, তাদের ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেছেন।
এদিকে, আজ বুধবার পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। পিকআপ, মাইক্রোবাস, অটোরিকশা, থ্রি-হুইলারসহ বিভিন্ন ছোট যানবাহন ব্যবহার করে গন্তব্যে যেতে হয়েছে তাদের। এক্ষেত্রে চড়া ভাড়া গুণতে হয়েছে সাধারণ মানুষদের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর