May 18, 2024, 1:24 am

শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২-এ ভূষিত হলেন নির্মাতা মমিন সরকার

Reporter Name
  • আপডেট Sunday, November 19, 2023
  • 41 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২-এ ভূষিত হলেন নির্মাতা মমিন সরকার। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্দ্যেগে ১৮ নভেম্বর রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
এ সময় মমিন সরকারের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সচিব ও বিটিআরটিসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এম শফিক উদ্দিন অপু।
সম্মাননা প্রসঙ্গে মমিন সরকার বলেন, ‘কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরও ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।’ মমিন সরকার এ পর্যন্ত ১৫টি নাটক পরিচালনা করেছেন। নাটক পরিচালনার পাশাপাশি নাটকের সম্পাদনার কাজও করে থাকেন তিনি। এ পর্যন্ত প্রায় পাঁচশতাধিক নাটক সম্পাদনা করছেন মমিন সরকার।
বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে তিনি জানান, সামনে ২টি একক নাটক, ১টি শর্ট ফিল্ম নির্মাণ করবেন। এ শর্ট ফিল্ম বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্মাণ করবেন মমিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর