May 19, 2024, 7:11 pm

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Tuesday, May 7, 2024
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপির সঙ্গে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের মিনিস্টার অব স্টেট মিজ এ্যানি মারিয়া ট্রেভেলিয়ন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি ও টেকনিক্যাল শিক্ষা ধারার ইউরোপ ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় তাদের স্বাগত জানাবে এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে যদি যৌথ কোনো কার্যক্রম চালাতে পারে সরকার তাতে সহযোগিতা করবে।’ পাশাপাশি কারিগরি ও ভোকেশনাল ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে ব্রিটিশ মন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার মিজ সারাহ কুক, ব্রিটিশ হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মিজ মলি ডাউসন, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের হেড অব হিউম্যান ক্যাপিটাল টিম মিজ ফাহমিদা শবনম, ব্রিটিশ কাউন্সিলের ডাইরেক্টর প্রগ্রামস ডেভিড নক্স প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর