May 19, 2024, 12:03 am

রাজবাড়ী আদালতে বিশ্রাম করতে পারবেন বিচারপ্রার্থীরা

Reporter Name
  • আপডেট Sunday, April 9, 2023
  • 187 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজবাড়ী আদালতে এখন থেকে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন বিচারপ্রার্থীরা। রোববার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ বিশ্রামাগারের উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ অনেকে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামের সুবিধার্থে সারাদেশের ৬৪ জেলায় এ ন‌্যায়কুঞ্জুর উদ্বোধন করা হচ্ছে। এখানে পুরুষ ও নারীর জন্য পৃথক শৌচাগারসহ থাকবে বিশ্রামাগার, ব্রেস্ট ফিডিং কর্নার ও ফাসফুডের দোকান। সেখান থেকে যে লভ্যাংশ আসবে, সে টাকা ওই ন‌্যায়কুঞ্জু পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এছাড়া এটি দেখভালের জন্য একজন কর্মকর্তা দায়িত্বে থাকবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর