May 18, 2024, 3:42 pm

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৯

Reporter Name
  • আপডেট Sunday, March 3, 2024
  • 30 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, যশোর :: ডাকাতির প্রস্তুতিকালে বেশ কিছু ধারলো অস্ত্রসহ ৯ জনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। শনিবার (২ মার্চ) যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রেলস্টেশন পুকুরের দক্ষিণপাশের সুমনের দোকানের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বারান্দীনাথপাড়া মন্দিরের সামনের কুমারেশ সাহার ছেলে কপিল চন্দ্র সাহা চয়ন (২৯), বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার টুলু মোল্লার ছেলে ইমন মোল্লা (১৯), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মাসুম শেখের ছেলে অয়ন (১৯), বারান্দী কদমতলা এলাকার রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম সাগর (২১), ওই এলাকার নাজিরের বাড়ির ভাড়াটিয়া মৃত জাফর হালদারের ছেলে আমিন (৪৪), মুড়লী জোড়া মন্দির এলাকার হাফিজুর রহমান হ্যাপির ছেলে হাসিবুর রহমান রাতুল (১৯), পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টির মৃত শরিফুল ইসলামের ছেলে রাফিদুল ইসলাম রোহান (১৯), শার্শা উপাজেলার শিকারপুর গ্রামের নাহিদ শেখের ছেলে নয়ন শেখ (১৯) এবং কাজীপাড়া গোলামপট্টির বাদলের বাড়ির ভাড়াটিয়া মৃত নজরুল ইসলামের ছেলে রিফাতুল ইসলাম রিভা (১৯)।
যশোর ডিবি পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার জানিয়েছে, উল্লেখিত আসামিরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি চাকু, ৪টি গাছি দা, ১টি চাপাতি, ১টি রাম দা, ১টি শাবল এবং একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
অভিযানে আরও অংশ নেন এসআই শফি আহমেদ রিয়েল, এসআই মো. সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই রঞ্জন কুমার বসু, মো. আব্দুল বাতেন। এই ঘটনায় এসআই মো. নুর ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক ২টি মামলা করেছেন। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর