May 18, 2024, 4:01 pm

ময়মনসিংহে ল্যাবএইডসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • আপডেট Tuesday, February 27, 2024
  • 39 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চরপাড়া এলাকায় যৌথভাবে এ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে নানা অনিয়মের দায়ে ল্যাবএইড হাসপাতালসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
তিনি জানান, পরীক্ষার ফি বেশি রাখা ও ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ল্যাবএইড হাসপাতালকে ৫০ হাজার টাকা, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার এবং রিএজেন্ট সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় এবং জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর