January 15, 2026, 11:48 am

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতির ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Monday, January 12, 2026
  • 19 জন দেখেছে

দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদক:: মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও মাসরাঙ্গা টেলিভিশনের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক মীর বাছির উদ্দীন জুয়েল (৫২) আর নেই। তিনি মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে মুন্সিগঞ্জ প্রেসক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম সাংবাদিক মীর বাছির উদ্দীন জুয়েলের মরদেহ রাত ৩টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে আনা হয়েছে। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সকাল ১১টায় মুন্সিগঞ্জ শহরের বড় মসজিদে। এরপর বাদ জহুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে টঙ্গীবাড়ী উপজেলার বাহেরপাড়া এলাকায় তার নিজ গ্রামে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার বাবা ও মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।
মীর বাছির উদ্দীন জুয়েল ছিলেন একজন সৎ, সাহসী ও পেশাদার সাংবাদিক। দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালনকালে তিনি মুন্সিগঞ্জের সামাজিক, রাজনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক সমাজ এক অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারাল। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর