April 29, 2024, 9:47 pm

বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন জনপ্রশাসন মন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, February 2, 2024
  • 25 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর :: মেহেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভবন নির্মাণের উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে হঠাৎ পাড়া বিদ্যালয়ের নিজস্ব জমিতে দুইতলা বিশিষ্ট ভবনটি উদ্বোধন করা হয় । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ মোনালিসা ইসলাম।
জানা যায়, বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এ ভবন নির্মাণ করা হবে। ২২ লাখ ২৯ হাজার ১৯০ টাকা ব্যয় হবে ভবন নির্মাণের জন্য।
বিদ্যালয় ভবন নির্মাণের উদ্বোধনকালে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছর মানুষের শান্তির জন্য যা করার বর্তমান সরকার তাই করবে। আগামীতে মানুষের কোনো ক্ষেত্রেই দুর্ভোগ থাকবে না। খুব শীঘ্রই আমরা নির্মিতব্য এ ভবনের কলেবর আরও বাড়ানোর চেষ্টা করবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর