May 20, 2024, 4:34 pm

বিদেশি কূটনীতিকদের ২৮ অক্টোবরের পরিস্থিতি জানালো সরকার

Reporter Name
  • আপডেট Monday, October 30, 2023
  • 47 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: রাজধানীতে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিফিং করা হয়। পরে ব্রিফিংয়ের বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যেসব তাণ্ডব চালিয়েছে, সেসব আজকের ব্রিফিংয়ে কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হয়েছে। হরতালের নামে বিএনপি দেশে নৈরাজ্য ফিরিয়ে আনছে, এমন বার্তা দেওয়া হয়েছে। পুলিশের মৃত্যু, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং বাইডেনের উপদেষ্টা বলে কথিত ব্যক্তিকে দিয়ে মিডিয়ায় কথা বলানোসহ বিএনপি যা যা করেছে, সেসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্রিফে তুলে ধরা হয় বলে মন্ত্রী জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজকের ব্রিফিংয়ে কূটনীতিকদের সামনে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কোনো কূটনীতিক কোনো ধরনের প্রশ্ন করেনি। বাইডেনের কথিত উপদেষ্টার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি গতকালই জানানো হয়েছে। সরকার অংশগ্রহণমূলক নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ। অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো দেশের জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এতে আপস নেই। একটি পক্ষ ২০১৪ সালে দেশে অরাজকতা করেছে, ২০১৮ সালে করেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে গত ২৮ অক্টোবর সহিংসতা করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর