January 15, 2026, 1:53 pm

পল্লবীতে ৩ সহযোগীসহ মাদক সম্রাজ্ঞী আটক

Reporter Name
  • আপডেট Friday, January 9, 2026
  • 38 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর পল্লবীর বেগুনটিলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত শাহজাদি ও তার তিন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে আটক ব্যক্তিদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর দুটি টহল দল বেগুনটিলা বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তী জিজ্ঞাসাবাদ ও তদন্তে শাহজাদির বাসা থেকে ৪৬০ গ্রাম হিরোইন, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
জানা গেছে, শাহজাদি দীর্ঘ কয়েক বছর ধরে পল্লবী এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাকে আটক করতে এর আগেও একাধিকবার যৌথ বাহিনী অভিযান চালালেও সে সময় তিনি পালিয়ে যান।
পল্লবী থানার পুলিশ জানায়, মাদক কারবার, অবৈধ অর্থ লেনদেনসহ বিভিন্ন অভিযোগে শাহজাদির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর