May 18, 2024, 11:43 am

নিউ সুপার মার্কেটে আগুন, বিভিন্ন বাহিনীর ১৯ জন আহত

Reporter Name
  • আপডেট Saturday, April 15, 2023
  • 186 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিভিন্ন বাহিনীর ১৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১ জন অফিসার, ১৩ জন ফায়ারফাইটার, ২ জন ভলান্টিয়ার, ২ জন আনসার সদস্য এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্টসহ মোট ১৯ জন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, আমাদের মনযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটাররা আহত হয়েছেন। আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বিজিবি, বিমান-নৌ-সেনা বাহিনী। আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর