May 18, 2024, 7:38 pm

দীর্ঘদিন পর আজ খুলবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

Reporter Name
  • আপডেট Thursday, January 11, 2024
  • 31 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ প্রায় ৭৪ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলবে। সেখানে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। বুধবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে। মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনার পর পুলিশ অনেক দিন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। গ্রেপ্তার এড়াতে কার্যালয়মুখী হননি দলের নেতাকর্মীরা। অন্যদিকে ৭১ দিন বন্ধ থাকার পর ৮ জানুয়ারি বিএনপির গুলশানের কার্যালয় খুলে দেয় দলটি। সেখানে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির নেতারা।
বুধবার বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও সরকারের বিরুদ্ধে আপাতত বড় কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি। তাই সাংগঠনিক কার্যক্রম শুরু এবং নেতাকর্মীদের কার্যালয়মুখী করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর