May 3, 2024, 11:14 am

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, May 30, 2023
  • 107 জন দেখেছে

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্তব্যরত সদস্য আব্দুল বাতেনের (৫৫) মৃত্যু হয়েছে। সে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। টঙ্গী রেলওয়ের পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্তব্যরত ছিলেন।আজ মঙ্গলবার সকাল পৌণে ১০ টায় টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, পুলিশ সদস্য আব্দুল বাতেন সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের দুই নম্বর লাইনের শাকিলের দোকানের দক্ষিন পাশে সিভিল পোশাকে দায়িত্ব পালন করছিলেন। এসময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সকাল পৌণে ১০ টায় টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছলে দাঁড়িয়ে থাকা আব্দুল বাতেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি রেল লাইনে পড়ে ট্রেনে কাটা পড়ে আহত হন। দায়িত্বরত অপর পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিস মজিদ বলেন, পুলিশ সদস্য আব্দুল বাতেনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাঁর শরীরের বাঁ পাশের অংশটি থেঁতলে যায়। প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়ার কিছুক্ষণ পরই হাসপাতালে সকাল ১০ টা ২০ মিনিটে তাঁর মৃতুূ হয়। আব্দুল বাতেন গত দুই বছর যাবত টঙ্গী রেলওয়ের পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে টঙ্গী এলাকায় বসবাস করতেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর