May 21, 2024, 6:17 pm

টঙ্গীতে অভিযান চালিয়ে ৭ ছিনতাইকারী গ্রেফতার করেছে র‌্যাব

Reporter Name
  • আপডেট Tuesday, April 30, 2024
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোটার :: গাজীপুরের টঙ্গী ও রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। সোমবার রাতে টঙ্গী পশ্চিম ও বিমানবন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো ছুরি, লোহার চেন, খুর ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১-এর সরকারি পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান।
র‌্যাব জানায়, র‌্যাব-১-এর একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর বিমানবন্দর এবং টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কিছু সক্রিয় সদস্য দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই স্থানে অভিযান পরিচালনা করে সাত ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি ধারালো ছুরি, লোহার চেইন, তিনটি খুর, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর