May 3, 2024, 5:35 pm

জীবন দিয়ে হলেও ভোটচোরকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, May 29, 2023
  • 64 জন দেখেছে

যেকোন মূল্যে, প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলেও ভোটচোর, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতাবিরোধী শক্তিকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন চাই। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণ যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাই আমরা ফিরিয়ে আনতে চাই।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে আমাদের যে, আমাদের ফাঁদে ফেলে দেওয়ার…। অগ্নিসন্ত্রাস করবে তারা, দোষ দেবে আমাদের। অতীতেও তাই করেছে। তাই খুব সাবধানে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে সংবিধানসম্মত আন্দোলনের মধ্য দিয়ে…তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতার পরিবর্তন চাই।’

‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা লড়াই করছি, সংগ্রাম করছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিগত কয়েক বছর ধরেই এই লড়াই করছি। এই লড়াই চূড়ান্ত পর্যায়ে এসেছে। ১০ দফা দাবি দিয়েছি। সেই দাবির প্রথম দাবি হচ্ছে তোমাকে (সরকার) পদত্যাগ করতে হবে। কারণ তোমাকে সামনে রেখে নির্বাচন সুষ্ঠু হবে, এ দেশের মানুষ আর তা মনে করে না। আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এটা আমরা জানি। আমরা ২০১৪ সালে দেখেছি, ২০১৮ সালে দেখেছি। নতুন করে দেখার তো কিছু নেই।’ 

মার্কিন ভিসা নীতির প্রসঙ্গে টেনে ফখরুল বলেন, ‘কত লাফালাফি কয়দিন আগেও, কি লাফালাফি। এখন লাফালাফি কমে এসেছে। এখন বলছে সংঘাত তো চাই না। আলোচনার মধ্য দিয়েই তো করতে হবে, আমরা তো বাধা দিচ্ছি না।’

চলমান আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘যেকোন মূল্যে, প্রয়োজনে আমাদের জীবন দিয়ে হলেও ভোটচোর, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতাবিরোধী শক্তিকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন। চলমান সংকট থেকে দেশকে উদ্ধার করতে জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, শাহজাহান ওমরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর