May 20, 2024, 5:23 pm

জামায়াতপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • আপডেট Sunday, December 31, 2023
  • 32 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আগামীকাল ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীপন্থি আইনজীবীরা। আজ রবিবার (৩১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নিৰ্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে প্রায় সব রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসমূহ ও দেশের সুশীল সমাজ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। গণতান্ত্রিক বিশ্ব এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশসমূহ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে আসছে। সরকার তা অগ্রাহ্য করে ২০১৪ ও ২০১৮ স্টাইলে নির্বাচনের নামে আরেকটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। প্রহসনের এই নির্বাচন সম্পন্ন হলে দেশে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ বলে আর কিছু থাকবে না। দেশের প্রধান রাজনৈতিক দলসমূহ প্রহসনের নির্বাচন বয়কট করে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, দেশের এই পরিস্থিতিতে আমরা আইনজীবীরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আন্দোলনের ধারাবাহিকতায় ১ জানুয়ারি থেকে ৭ জানুযারি পর্যন্ত আমরা দেশব্যাপী আদালত বর্জন কমসূচি ঘোষণা করছি। দেশের সব বারের আইনজীবী ভাই-বোনদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, নেতা অ্যাডভোকেট গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ। এর আগে গত ২৭ ডিসেম্বর একইরকম কর্মসূচি ঘোষণা করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর