May 19, 2024, 6:22 pm

জবির চিকিৎসারত শিক্ষার্থীকে অনুদান দিলেন উপাচার্য

Reporter Name
  • আপডেট Friday, March 22, 2024
  • 25 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ৫ম ব্যাচের শিক্ষার্থী অন্তু রানী হালদার নামের এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য এক লক্ষ টাকা উপাচার্যের ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।
বৃহস্পতিবার চিকিৎসারত শিক্ষার্থী অন্তু রাণী হালদারের মায়ের নিকট এক লক্ষ টাকা হস্তান্তর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.সাদেকা হালিম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান।
প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি মুন্সীগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অভিজিৎ হালদার অভি (২৫) নিহত হয়। এসময় তার সঙ্গে থাকা অন্তু রাণী গুরুতর আহত হন। অন্তু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর