May 18, 2024, 8:38 pm

চাঁদাবাজীর অভিযোগে যুবলীগ নেতাসহ আট জনের নামে মামলা, চারজন আটক

Reporter Name
  • আপডেট Monday, April 10, 2023
  • 216 জন দেখেছে

শামীমা খানম :: গাজীপুরের টঙ্গী উত্তর আউচ পাড়া মার্ চ স্টিচ পোশাক কারখানার প্রায় 50 লক্ষ টাকার কাপড় চুরি ও নগদ অর্থ আদায়ের অভিযোগে রোববার চারজনকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে শনিবার রাতে। আটকরা হল এসকে মোস্তাফিজুর রহমান, এসকে বনী ,শাকিল ও বাবু সরকার। অন্যদিকে পলাতক আছেন এক নং আসামি বিল্লাল মোল্লা গাজীপুর মহানগর যুবলীগ, নাহিদ, মাসুদ ,শহীদ সহ আরও ৩ থেকে ৪ জন। পশ্চিম থানার ওসি শাহ আলম জানান ,শনিবার রাতে ওই কারখানার প্রায় পঞ্চাশ লাখ টাকার কাপড় নিয়ে একটি কাভার্ডভ্যান সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। গন্তব্য পৌঁছানোর আগেই পথের মধ্যে টঙ্গী পশ্চিম থানার রাস্তায় আটকরা কাপড় অন্যত্র সরিয়ে ফেলেন। এ খবর কারখানার কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশকে খবর দেয়। মামলার বাদী রেজাউল বাসার ঘটনা সততা নিশ্চিত করেন। পুলিশ গতকাল ঐ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার রহস্য বেরিয়ে আসে ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী গাজীপুর মহানগর যুবলীগ নেতা মোঃ বিল্লাল মোল্লা নেতৃত্বে এই কাজ করেছেন তারা। তাদের দেওয়া তথ্যমতে সাভার এলাকা থেকে চুরি যাওয়া মালামাল ও উদ্ধার করা হয়।।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর