নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব নানা আয়োজনে উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে সকাল ১০টায় ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে প্রায় দেশি-বিদেশী ১৪০ প্রজাতির ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। আজ শুক্রবার (৯ জানুয়ারি) শুরু হয়ে আগামী ৮ ফেব্রয়ারি পর্যন্ত চলবে এই ফুল উৎসব ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডা. মোঃ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেন, এত সুন্দর ফুল উৎসব দেখে আমি মুগ্ধ হয়েছি। আশা করি চট্টগ্রাম ছাড়াও বাহিরে থেকে অনেক ভ্রমণপিপাসুরা ফুলের সৌন্দর্য দেখতে আসবেন। এছাড়াও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাই সবাইকে বলবো যার যার পক্ষে সম্ভব আপনারা ভোট এবং গণভোট দুইটাকেই আনন্দমোখর করার চেষ্টা করবেন এবং অত্যন্ত নিরপেক্ষভাবে থেকে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।