May 5, 2024, 4:18 am

গাজীপুর-৩ গাজীপুরে ভোট দেন নেতাকর্মীরা, সাধারণ ভোটারের উপস্থিতি নগণ্য

Reporter Name
  • আপডেট Sunday, January 7, 2024
  • 27 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে ভোটগ্রহণ চলছে। রোববার বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ব্যালটের মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটার উপস্থিতি একেবারে কম। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুই একজন করে ভোট দিতে আসছেন। ভোটগ্রহণ কর্মকর্তারা ভোটারের জন্য অপেক্ষা করছেন। ভোটের দেড় ঘণ্টা অতিক্রম করলেও ভোটার খুবই কম।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিংদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং পূর্ব নিজ মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিজ মাওনা উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা গেছে, কেন্দ্র প্রার্থীর এজেন্ট, নির্বাচন কর্মকর্তা, সাংবাদিকের উপস্থিতি থাকলেও ভোটার কম।
নিজ মাওনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার‌ কুদ্দুস হায়দার বলেন, সকাল হওয়ায় ভোটার কম আসছে। তবে বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী রুমানা আলী টুসি ও‌ আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ। দুজন হেভিওয়েট প্রার্থী থাকার পরও ভোটারের উপস্থিতি কম দেখা যাচ্ছে।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল সোয়া ৮টায় গিয়ে দেখা গেছে, লাইনে কোনো ভোটার নেই। এই কেন্দ্রে নৌকা প্রার্থীর লোকজনকে গলায় ব্যাজ ঝুলিয়ে কেন্দ্রে ঘোরাঘুরি করছেন। ৯নং পূর্ব নিজ মাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৬০টি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর