May 9, 2024, 12:00 pm

গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন প্রতিমন্ত্রী রাসেল

Reporter Name
  • আপডেট Thursday, November 30, 2023
  • 34 জন দেখেছে

মো. জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন ফরম জমা দেন।
জানা যায়, গাজীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল দুপুর দেড়টায় আচরণবিধি মেনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের নিকট মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিম ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।
মনোনয়ন ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিনী খাদিজা রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাড. আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার সাদত, কাউন্সিলর নুরুল ইসলাম নুরু প্রমুখ।
প্রতিমন্ত্রী মনোনয়ন ফরম জমা দেয়ার খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগ অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশের এলাকায় জড়ো হয়। সেখানে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়ন জমাদানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাহিদ আহসান রাসেল বলেন, আমি আশা করি নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর ভোটের আয়োজন করবে। যার মাধ্যমে এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে। এসময় সকলকে আনন্দঘন পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আবেদন জানান।
এর আগে প্রতিমন্ত্রী গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, আওয়ামী লীগ আব্দুল হাদি শামীমসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর