May 18, 2024, 10:31 pm

গাজীপুরে স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে ভর্তি হওয়ায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

Reporter Name
  • আপডেট Monday, January 29, 2024
  • 40 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে ভর্তি হওয়ায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (২৭ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে নগরীর পূবাইল থানার কুদাব এলাকায়। এ ব্যাপারে শিশুর মা নাজমা বেগম বাদি হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবলীগ নেতা মামুন ভূঁইয়া স্থানীয় ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও প্রতিষ্ঠাতা। তিনি ৪০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।
নাজমা বেগম জানান, স্বামী-সন্তান নিয়ে তিনি কুদাব বাগিচা এলাকার মো. রোমানের বাড়িতে ভাড়া থাকেন। তার ছেলে নাসির হোসেন (১০) ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। তিন বছর ধরে সে ওই স্কুলে পড়ে। প্রতিনিয়ত শারীরিকভাবে নির্যাতন করায় বেশ কিছুদিন ধরে তার ছেলে স্কুলে যেতে অনাগ্রহ প্রকাশ করে। এ কারণে জানুয়ারির শুরুর দিকে ছেলেকে স্থানীয় ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলে ভর্তি করেন। শনিবার ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে নাসিরকে পেয়ে শিক্ষক মামুন ভূইয়া তার গলা ধরে টেনে-হিঁচড়ে পাশের গলিতে নিয়ে বেদম মারধর করে। গলা টিপে ধরায় যন্ত্রণায় ছাটফট করতে দেখে পথচারীরা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
মারধরের কারণ জানতে চাইলে মামুন ভূইয়া শিশুটিকে জানে মেরে ফেলার এবং গুম করার হুংকার দেয়। বিকেলে শিশুটি চিকিৎসার জন্য টংগীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত মামুন ভূইয়র সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি’।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান রবিবার সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর