May 20, 2024, 6:32 pm

গাজীপুরে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে র‌্যাব

Reporter Name
  • আপডেট Sunday, October 1, 2023
  • 48 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরে চেকপোস্ট বসিয়ে সড়কে তল্লাশি করছে র‌্যাব। সে সঙ্গে বিশেষ টহল দলও মোতায়েন করা হয়েছে। র‌্যাব জানায়, মাদক কারবার, চোরাচালান রোধ, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার (১ অক্টোবর) সকালে নগরীর শিববাড়ি এলাকায় এ বিষয়ে ব্রিফিং করেন র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।

তিনি বলেন, সামনে জাতীয় পর্যায়ে বেশকিছু ইভেন্ট ও দুর্গোৎসবকে সামনে রেখে গাজীপুরবাসির জান-মালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে গাজীপুরের হাইওয়ে দিয়ে যেন কোনো ধরনের মাদক প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের টহল জোরদারসহ আমরা সার্বক্ষণিক নিয়োজিত থাকব। প্রাথমিকভাবে জেলার মাওনা চৌরাস্তা ও শিববাড়ি এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। এতে তল্লাশি ছাড়াও গোয়েন্দা নজরদারি থাকবে।’ ব্রিফিংয়ে র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর