May 20, 2024, 6:13 pm

গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকদের দেয়া আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, October 31, 2023
  • 41 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড নামের কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের দেয়া আগুনে এক শ্রমিক নিহত হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় শ্রমিকের নাম ইমরান হোসেন। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খাঁন জানান, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দেয় বিক্ষুদ্ধ শ্রমিকরা। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রনে আসার পর কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া একজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক (৩২) বছর।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা বেলা সোয়া ৫টার দিকে কোনাবাড়ির এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দেয়। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৯টার দিকে শ্রমিকদের দেয়া কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করার পর কারখানার কর্তৃপক্ষ লাশটি চিহ্নিত করেছে। লাশটি কারখানার শ্রমিক ইমরান হোসেনের। নিহত ইমরান হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার ডুমবাড়িয়া এলাকায়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর