May 3, 2024, 1:24 pm

গাজীপুরে ইসলামী আন্দোলনসহ ৬ মেয়র প্রার্থীর জামানত বাতিল

স্টাফ রিপোটার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, May 30, 2023
  • 91 জন দেখেছে

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আট মেয়র প্রার্থীর মধ্যে ছয় জনের জামানত বাতিল হয়েছে। নির্বাচনে যারা কাস্টিং ভোটের শতকরা সাড়ে ১২ ভাগ কম ভোট পেয়েছেন তাদেরই জামানত বাতিল হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।

নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচনে কাস্টিং ভোটের সংখ্যা হলো ৫ লাখ ৭৫ হাজার ৫০টি। কাস্টিং ভোটের ১২.৫% হয় ৭১হাজার ৮৮১টি ভোট । যাদের প্রাপ্ত ভোট ৭১হাজার ৮৮১টি থেকে কম, তাদেরই জামানত বাতিল হবে।

নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী অ্যাড. আজমত উল্লা খান পেয়েছেন, ২লাখ ২২হাজার ৭৩৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট।

অন্যদের মধ্যে গণফ্রন্ট প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১৬হাজার ৯৭৪ ভোট, জাপা প্রার্থী এএম নিয়াজ উদ্দিন পেয়েছেন ১৬হাজার ৩৬২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট, জাকের প্রার্থীর প্রার্থী মো. রাজু আহম্মেদ ৭ হাজার ২০৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশীদ পেয়েছেন দুই হাজার ৪২৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট। মেয়র প্রার্থীর জন্য জামানত ছিলো ৫০হাজার টাকা।

২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট বৈধ ভোটের সংখ্যা হলো ৫লাখ ৭৩ হাজার ২৫৬ ভোট, বাতিল ভোটের সংখ্যা হলো এক হাজার ৭৯৪ টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৫০ টি। প্রদত্ত ভোটের শতকরা হার হলো ৪৮.৭৫%। নির্বাচনে কোন কেন্দ্রের ভোট স্থগিত বা বাতিল হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর