May 18, 2024, 11:06 pm

কাস্টমসের ডাম্পিং পোলট্রি ফিড পাচারকালে গ্রেফতার ৫

Reporter Name
  • আপডেট Tuesday, April 11, 2023
  • 200 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: চট্টগ্রাম কাস্টমসের অখালাসকৃত মেয়াদোত্তীর্ণ ডাম্পিং পোলট্রি ও ফিস ফিড মাটির নিচ থেকে তুলে পাচারের সময় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বন্দর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। গ্রেফতাররা হলেন- নজরুল ইসলাম লিটন, সুজন কান্তি দে, গিয়াস উদ্দিন, মো. ইউসুফ ও আশরাফ ইসলাম রনি। এ সময় তাদের কাছ থেকে ট্রাক ভর্তি ৬০ বস্তা পচা পোলট্রি ও ফিস ফিড এবং এসব বিক্রির দুই লাখ টাকা জব্দ করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা বলেন, আউটার রিং রোড সংলগ্ন এলাকায় প্রায় ৬ মাসে আগে চট্টগ্রাম কাস্টমসের পোলট্রি ও ফিস ফিড মাটিচাপা দিয়ে ডাম্পিং করা হয়েছিল। এখন এসব পচা ও নষ্ট ভুসিজাতীয় পণ্য মাটির নিচ থেকে তুলে পাচার করা হচ্ছিল। এসব নষ্ট ভুসি পোলট্রি ও ফিস ফিড হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান ওসি সঞ্জয় সিনহা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর