May 18, 2024, 3:24 pm

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দির জন্য মোবাইল এনে কারারক্ষী বরখাস্ত

Reporter Name
  • আপডেট Saturday, March 2, 2024
  • 45 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দায়িত্ব পালনকালে বন্দির জন্য মোবাইলফোন এনে বরখাস্ত হয়েছেন এক কারারক্ষী। শুক্রবার (১ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। বরখাস্তকৃত কারারক্ষীর নাম মো. মাহফুজ হাসান রনি।
কারাগার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান কারারক্ষী মো. গাজীউর রহমান জানতে পারেন, কারারক্ষী মাহফুজ হাসান রনি কারাভ্যন্তরে এক বন্দির সঙ্গে যোগাযোগ করে একটি স্মার্টফোন দেওয়ার জন্য নিয়ে এসেছেন। পরে কারারক্ষী রনির দেহ তল্লাশি করা হয়। এ সময় ওই কারারক্ষী নিজ থেকে কালো কসটেপ মোড়ানো একটি মোবাইলফোন ও ইউএসবি চার্জার ক্যাবল বের করে দেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, বন্দির জন্য মোবাইল আনা ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর