May 20, 2024, 6:33 pm

কালিয়াকৈরে নৌকা প্রতীকে আগুন, স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর

Reporter Name
  • আপডেট Sunday, December 31, 2023
  • 39 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সিরাজপুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওর্য়াডের আবুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনে গাজীপুর-১ আসনের উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় আওয়ামী লীগের সমর্থিত নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সমর্থকরা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা নৌকার প্রতীক ঝুলিয়ে রাখেন। শনিবার রাতে কে বা কারা ওই নৌকার প্রতীকে আগুন ধরিয়ে দেয়।
বিষয়টি আজ রোববার সকালে জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও নৌকা প্রার্থীর সমর্থকরা জড়ো হন। তারা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার রসুলপুর এলাকায় শনিবার সন্ধ্যায় ১নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।জানা গেছে, শনিবার সন্ধ্যায় রসুলপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী তার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পথসভা করছিলেন।
এ সময় আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীদের একটি মিছিল বের হয়। মিছিলটি স্বতন্ত্র প্রার্থীর অফিসের সামনে দিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরেই স্বতন্ত্র প্রার্থীর অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকরা বিষয়টি জানার পরে দ্রুত ঘটনাস্থলে আসে। ততক্ষণে অফিস ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর