April 27, 2024, 11:45 am

একজন মানবতার ফেরিওয়ালার গল্প

Reporter Name
  • আপডেট Friday, March 22, 2024
  • 245 জন দেখেছে

মো: ওলিউল ইসলাম :: ” সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন,তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে মানবতার প্রয়োজন ” মানবতা শব্দটি ছোট হলেও, এর অর্থ সমুদ্রের চেয়েও বিশাল।মানবতা শব্দের সাথে যে শব্দ জড়িয়ে আছে তা হলো নিঃস্বার্থ।অপরের কল্যাণে স্বার্থহীনভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হলো মনুষ্যত্ব বা মানবতা।আজকের সমাজে এরকম মানবিক লোক খুঁজে পাওয়াই ভার।তবে কিছু কিছু মানুষ আছে, যারা শুধু কীর্তির মধ্যেই বেঁচে থাকে আজীবন।তেমনই একজন মানবিক মানুষ হলেন ইতালীয় নাগরিক ফাদার পিয়ের লুপি(Fr. Pier Lupi)।তিনি সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী, সমাজসংস্কারক, মানুষ তৈরীর কারিগর। অপরের কল্যানে কাজ করে চলেছেন অবিরাম।তার কাজগুলোর মধ্যে অন্যতম হলো অবহেলিত পথশিশু, টোকাই, সুবিধাবঞ্চিত মানুষ, চিকিৎসা, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদিসহ নানাবিধ মানবিক কাজকর্ম।
কথায় আছে—
“মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়”
উনার আনুমনিক বয়স আশির কোটায়।দীর্ঘবছর যাবৎ মানবিকতার কাজ করে চলেছেন । সবার সাথেই বন্ধুসুলভ আচরণ করে এবং হেসে – খেলে আনন্দ দান করে।মনে হয় হাজার বছরের পরিচিতি তাদের সাথে।তার কাজের সুবাদে ভালবাসায় সিক্ত হয়ে অন্যরাও তাকে আপন করে নেয়।
কেউ তাকে ডাকে বাবা বলে
কেউবা ডাকে চাচা
আবার ডাকে দাদু বলে
ডাকে টোকাইদের রাজা।।
ডাক শুনে ছোট্ট শিশুদের
নেয় যে কোলে তুলে।
সেসব দেখে সবারই তখন
হৃদয়ে দোল খেলে।।
পরবর্তী পর্ব শীঘ্রই আসছে……..

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর