May 19, 2024, 11:24 am

আইপিইউ সম্মেলনে যোগ দিতে জেনেভার পথে স্পিকারসহ সংসদীয় প্রতিনিধি দল

Reporter Name
  • আপডেট Thursday, March 21, 2024
  • 31 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘১৪৮তম ইন্টার পার্লামেন্ট ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য সংসদীয় প্রতিনিধিদলসহ বুধবার রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ২৩ থেকে ২৭ মার্চ সুইজারল্যান্ডের জেনেভাতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন- জাতীয় সংসদের চিফ হুইপ সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য শফিকুল ইসলাম, সদস্য মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক এবং আখতারুজ্জামান।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিনও প্রতিনিধি দলে রয়েছেন।

এ ছাড়া স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে সফরসঙ্গী হয়েছেন। সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার সংসদীয় প্রতিনিধিদল ও তার সফরসঙ্গীদেরসহ ২৯ মার্চ দেশে ফিরবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর