May 6, 2024, 6:51 pm

অনলাইন প্ল্যাটফর্মে ‘ফারাজ’ না দিতে হাইকোর্টের নির্দেশ

Reporter Name
  • আপডেট Thursday, February 23, 2023
  • 232 জন দেখেছে

মাসুদ আলম :: রাজধানীর গুলশানের হলি আর্টিসানে ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সিনেমা হলে ‘ফারাজ’ প্রদর্শনে সেন্সর বোর্ডের কাছে যেতে বলেছেন আদালত। সেন্সর বোর্ড এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে পরে আদালতকে জানাতে বলেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গত ১২ ফেব্রুয়ারি ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের সিনেমা হল ও সব ধরনের অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন হলি আর্টিসানের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর