দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর গুলশানে গোয়েন লুইসের বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ এবং সুপারিশের বলে সরকারি সিদ্ধান্তে সংবিধান থেকে মুছে ফেলা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালের বিষয়টিও আলোচনায় আসে। দীর্ঘ ওই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী নেতাকর্মীদের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়ন, ভিন্নমত দমনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো নিবর্তনমূলক আইনের যত্রতত্র প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ বিশেষত: আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা এবং সরকারের অঙ্গীকারের কাক্সিক্ষত সেই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য দ্বাদশ নির্বাচন নিশ্চিতে জাতিসংঘ কতোটা সহায়তা দিতে পারে তা বিএনপিকে ব্রিফ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিএনপি প্রতিনিধিদলকে দুপুরে মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মধ্যাহ্নভোজে অংশ নেন। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তার কিছুই প্রকাশ করেনি উভয় পক্ষ। দলীয় সূত্রের দাবি চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।