April 27, 2024, 1:53 am

আ.লীগের মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খানকে শোকজ করবে ইসি

Reporter Name
  • আপডেট Sunday, April 30, 2023
  • 238 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাকে শোকজ (কারণ দর্শানো) করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, মনোনয়ন জমা দেওয়ার সময় আচরণবিধি না মানায় এই কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে।  আজ রোববার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর এ তথ্য জানান।

সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার জন্য বলা হয়েছে জানিয়ে মো. আলমগীর বলেন, ‘মেনে চলতে তারা বাধ্য। আমরা কমিশন থেকে যেটা অনুরোধ করেছি, সবাই যেন বিধিমালা মেনে চলেন। এরপরও কারও কারও মধ্যে দেখা যাচ্ছে যে, কিছুটা হলেও কৌশল করে না মানার একটা প্রবণতা। সেক্ষেত্রে বিভিন্ন ভিডিও ক্লিপস, গণমাধ্যমের সূত্র আমাদের কাছে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে, কোনো কোনো প্রার্থী বা প্রার্থীর শুভাকাঙ্খিদের মধ্যে আচরণবিধি মানা না মানার প্রবণতা।’

হাবিবুল আউয়াল কমিশন আজ এ নিয়ে আলোচনা বসেছিল জানিয়ে ইসি মো. আলমগীর বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারি দলের দায়িত্বও অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্তি যে, কেবিনেট সেক্রেটারিকে আমরা একটা পত্র দেব, উনি যেন এটা যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য আছেন, তাদের যেন অন্তত অনুরোধ রাখেন। যেন এই ধরনের কোনো আচরণবিধিমালা ভঙ্গ না হয়। একইভাবে সরকারি দল যেহেতু আওয়ামী লীগ, এই দলের সাধারণ সম্পাদককেও আমরা চিঠি দিয়ে অনুরোধ করব, দলের যারা আছেন, তারা যেন আচরণ বিধি মেনে চলেন, সে নির্দেশনা দেন।’

আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করেছেন—এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মো. আলমগীর বলেন, ‘প্রার্থীকে ইসির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আজমত উল্লা সাহেবকে কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে। কেন আচরণবিধি লঙ্ঘন করেছে, তার ব্যাখ্যা চাওয়া হবে। কমিশনে এসে উনাকে ব্যাখ্যা দিতে হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর