January 15, 2026, 12:42 pm

হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন খালেদা জিয়া

Reporter Name
  • আপডেট Tuesday, July 2, 2024
  • 48 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: হাসপাতালে ভর্তির ১০ দিন পর আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া। হাসপাতালে থাকাকালে তার হৃদপিণ্ডে ‘পেসমেকার’ বসানো হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামে বিকাল সাড়ে ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি বাসায় ফিরছেন। বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসা চলবে বলে জানিয়েছেন এই চিকিৎসক।
এভারকেয়ার হাসপাতালে থেকে বিকাল সাড়ে ৫টায় ছোট ভাইয়ের প্রাইভেট কারে ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এভারকেয়ার হাসপাতাল নেতা-কর্মীরা তার গাড়িকে কর্ডন করে ফিরোজার বাসায় নিয়ে আসে। গত ২১ জুন গভীর রাতে ‘হঠা অসুস্থ’ হয়ে পড়লে অ্যাম্বুল্যান্সে করে খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
রাত থেকে কয়েক মেডিক্যাল বোর্ড বৈঠক করে তার হৃদপিণ্ডে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। ২৩ জুন বিকেলে এই পেসমেকার সফলভাবে বসানো হয়। দুইদিন সিসিইউতে থাকার পর মেডিক্যাল বোর্ড সিসিইউর সকল সুবিধা নিয়ে কেবিনে স্থানান্তর করা হয়।
এর আগে গতবছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর