বিনোদন প্রতিবেদক :: সংলাপটাই এমন, ‘সিনেমা হইলে এতক্ষনে প্রেম হয়ে যেত’। সুন্দরী তরুনীর মুখে এমন কথা শুনলে যে কেউ একটু অন্যরকম হয়ে যাবে এটাই স্বাভাবিক। বিয়ে বাড়িতে বোনের বান্ধবীর সঙ্গে ধাক্কার পর এমন একটি কথা শুনে অভিনেতা ইয়াশ রোহানও চমকে গিয়েছেন। আর তাকে এ কথাটি শোনালেন সুন্দরী নায়িকা তাসনিয়া ফারিন।
ঢাকা থেকে গ্রামে এসেছেন বান্ধবীর বিয়েতে। আর সেই বিয়ে বাড়িতে বান্ধবীর ভাইয়ের সঙ্গেই তার খুনসুটি শুরু হয়। মনে মনে বোকাসোকা ইয়াশ তাকে পছন্দও করে ফেলে। কিন্তু সুন্দরী ফারিণ কি তাকে ভালোবাসে নাকি শুধু পছন্দ? বিয়ে শেষে ফারিণ ঢাকায় ফিরে যায়। এরপর বিয়ে বাড়ির গল্পমোড় নেয় অন্যদিকে।
‘আহারে মন’ শিরোনামের একটি নাটকে এভাবেই দেখা দিলেন এই সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। রঙ্গন এন্টারটেইনমেন্ট চ্যানেলে এটি মুক্তি পেয়েছে। ‘এরইমধ্যে নাটকটির জন্য অনেকে প্রশংসা করেছন। সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি। ফারিন ও ইয়াশ দারুণ অভিনয় করেছেন। বিনোদনের সব রকম উপকরণ নাটকটিতে আছে।