April 28, 2024, 1:31 pm

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

Reporter Name
  • আপডেট Monday, March 18, 2024
  • 23 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: সিরিজ নির্ধারণী লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। শ্রীলঙ্কার ২৩৫ রান ৬ উইকেট হারিয়ে ৯.৪ ওভার বাকি থাকতেই টপকে যায় টাইগাররা।
ছক্কা মার‍তে গিয়ে আউট মিরাজ
দ্রুত রিয়াদ ও তামিম ফেরার পর মেহেদী মিরাজকে নিয়ে এগোচ্ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু শর্ট বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন মিরাজ।
সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন তামিম
ফিফটির পর আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন তানজীদ তামিম। ভালোভাবেই সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু ৮৪ রানে কাটা পড়েন তিনি।
কুমারার চতুর্থ শিকার, এবার ফিরলেন রিয়াদ
শ্রীলঙ্কার ২৩৫ রান করতে নেমে এখন পর্যন্ত ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। চারটি উইকেটই নেন কুমারা। সর্বশেষ ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
উইকেটে থিতু হয়ে ফিরলেন হৃদয়
৫৬ রানে ২ উইকেট হারানোর পর তানজীদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের জুটিতে এগোচ্ছিল বাংলাদেশ। তবে এবার হৃদয় ফেরায় ভাঙলো সেই জুটি।
সুযোগ পেয়েই বাজিমাত, ফিফটি করলেন তামিম
একাদশেই ছিলেন না, সৌম্য সরকার চোট পাওয়ায় ব্যাটিংয়ের সুযোগ পান। সেই সুযোগ পেয়েই বাজিমাত করলেন তানজীদ হাসান তামিম। ৫১ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি।
জ্বলে ওঠার আগেই নিভে গেলেন শান্ত
শ্রীলঙ্কার ২৩৫ রান তাড়া করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ।
তবে এরপর দ্রুত ২ উইকেট হারালো টাইগাররা। এনামুল হক বিজ ফেরার পর দ্রুত ফিরে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তামিমের আগ্রাসী ব্যাটিং, অন্যপ্রান্তে ফিরলেন বিজয়
একপ্রান্তে লঙ্কান বোলারের উপর ঝড় তোলা শুরু করেছেন তানজীদ হাসান তামিম। অন্যপ্রান্তে ভুগছিলেন এনামুল হক বিজয়। শেষ পর্যন্ত ২১ বলে ১২ রান করে আউট হলেন তিনি।
লিয়ানাগের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সংগ্রহ ২৩৫
টাইগার বোলারদের তোপে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কান ব্যাটাররা। হারিয়েছে নিয়মিত বিরতিতে উইকেট। তবে আসা যাওয়ার খেলায় এক পাশ আগলে রেখে সেঞ্চুরি হাঁকান জানিথ লিয়ানাগে। ছয়ে নেমে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন তিনি। আর শ্রীলঙ্কা পায় ২৩৫ রান।
লিয়ানাগের ফিফটি
টাইগার বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কা। তবে আসা যাওয়ার খেলায় এক পাশ আগলে রেখে ফিফটি হাঁকালেন জানিথ লিয়ানাগে। ছয়ে নামা এই ব্যাটার ৬৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন। ৩৮.৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান শ্রীলঙ্কার।
মিরাজের বলে বোল্ড হাসারাঙ্গা
মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বোল্ড হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৫৪ রানে ৭ম উইকেট হারালো শ্রীলঙ্কা। ৩৫তম ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ৮ বলে ১১ রান করেন হাসারাঙ্গা।
উইকেট পেলেন মিরাজ
দুনিথ ভেল্লালাগেকে ফিরিয়ে উইকেট শিকারীদের তালিকায় নাম লেখালেন মেহেদী হাসান মিরাজ। টাইগার স্পিনিং অলরাউন্ডারের করা ৩১তম ওভারের শেষ বলে ক্যাচ তোলেন ১৮ বল খেলে মাত্র ১ রান করান ভেল্লালাগে। ৩১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান শ্রীলঙ্কার।
মোস্তাফিজের দ্বিতীয় শিকার আসালাঙ্কা
টাইগারদের বোলিং তোপে কাঁপছে লঙ্কান ব্যাটিং লাইনআপ। ১০০ রান পেরোতেই পাঁচ উইকেট হারিয়েছে সফরকারীরা। সবশেষ আঘাতটি করেছেন মোস্তাফিজুর রহমান। নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন চারিথ আসালাঙ্কাকে। টাইগার পেসারের করা ২৫তম ওভারের ষষ্ঠ বলটি খেলতে গিয়ে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দি হন ৪৬ বলে ৫ বাউন্ডারিতে ৩৭ রান করা আসালাঙ্কা। ২৫.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২১ রান শ্রীলঙ্কার।
রিশাদ ফেরালেন কুশালকে
চারিথ আসালাঙ্কাকে নিয়ে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টায় ছিলেন লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। তবে রিশাদ হোসেনের ঘূর্ণির শিকার হয়ে ভাঙলো ৩৩ রানের এই জুটি। টাইগার লেগস্পিনারের করা ১৮তম ওভারের প্রথম বলে উইকেটরক্ষক মুুশফিকের তালুবন্দি হন ৫১ বলে ৩ বাউন্ডারিতে ২৯ রান করা কুশাল। ১৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৭৯ রান।
ফিরেই উইকেট পেলেন মোস্তাফিজ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে একাদশে সুযোগ হয়নি মোস্তাফিজুর রহমানের। তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েই প্রথম ওভারেই উইকেট পেলেন কাটার মাস্টার। মোস্তাফিজের করা ১১তম ওভারের দ্বিতীয় বলে উইকেটরক্ষক মুশফিকের তালুবন্দি হন ১৫ বলে ১৪ রান করা সাদিরা সামারাবিক্রমা। ১০.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪১ রান শ্রীলঙ্কার।
জোড়া আঘাত তাসকিনের
দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই পাথুম নিশাঙ্কার উইকেট নিলেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের করা ওভারটির তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৮ বলে ১ রান করা নিশাঙ্কা। এরপর চতুর্থ ওভারের ৫ম বলে আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দোকে আউট করলেন তাসকিন। উইকেটরক্ষক মুশফিকুর রহীমের তালুবন্দি হওয়ার আগে ৬ বলে ৪ রান করেন আভিষ্কা। ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫ রান শ্রীলঙ্কার।
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এনামুল-মোস্তাফিজ
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামে সকাল ১০টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। তার আগে টসে জিতে টাইগারদের বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস।
ফর্মহীনতার কারণে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েন টাইগার ওপেনার লিটন কুমার দাস। আজ ওপেনিংয়ে লিটনের জায়গায় খেলবেন এনামুল হক বিজয়। একাদশে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান। লিটনের বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পাওয়া জাকের আলীকে রাখা হয়নি একাদশে।
চোটে ছিটকে যাওয়া পেসার দিলশান মাদুশঙ্কায় জায়গায় শ্রীলঙ্কা খেলাচ্ছে স্পিনার মহেশ থিকশানাকে। শ্রীলঙ্কা দলে একটিই পরিবর্তন।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।
শ্রীলঙ্কা একাদশ
আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর