January 15, 2026, 12:42 pm

শিবপুর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌসী ইসলামের দায়িত্ব গ্রহণ

Reporter Name
  • আপডেট Wednesday, July 3, 2024
  • 53 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী :: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোল্লা। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, ওসি ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন খান নিপুণ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা, সকল ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোল্লা বলেন, শিবপুর উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে উপজেলা বাসীর কল্যাণে কাজ করবেন। শিবপুর থেকে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস নির্মূলে কোন ছাড় দেওয়া হবে না। সকলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম বলেন, আমি শিবপুরবাসীর উন্নয়ন করার জন্য চেয়ারম্যান হয়েছি। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন, যাতে একটি সুন্দর শিবপুর উপজেলা গড়ে তুলতে পারি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর