May 20, 2024, 6:31 pm

রাজধানীর দয়াগঞ্জে ইশরাকের নেতৃত্বে মিছিল

Reporter Name
  • আপডেট Tuesday, January 30, 2024
  • 27 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ বিএনপির বন্দি নেতাকর্মীদের মুক্তি ও বিভিন্ন মামলা প্রত্যাহার এবং বর্তমান সরকারের ত্যাগের দাবিতে বিএনপি র নির্ধারিত কর্মসুচির অংশ হিসেবে রাজধানীর দয়াগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। এর নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে এই মিছিল শুরু করেন তারা। মিছিলটি দয়াগঞ্জ এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে নানাবিধ শ্লোগান দেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে গত শনিবার বিএনপির দুই দিনব্যাপী কালো পতাকা মিছিলের শেষ দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্তমান সংসদ বাতিলের দাবিতে সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে কালো পতাকা মিছিল কর্মসুচির ঘোষণা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর