May 2, 2024, 11:07 am

প্রতীক পেয়েই প্রচারে খুলনা-বরিশাল সিটির মেয়র প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ::
  • আপডেট Friday, May 26, 2023
  • 166 জন দেখেছে

বরিশাল ও খুলনায় সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিক প্রচারে নামেন অনেক প্রার্থী। আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয় প্রতীক বরাদ্দের কার্যক্রম। এ সিটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, ওয়াকার্স পার্টির প্রার্থী ও তিন জন স্বতন্ত্র প্রার্থীসহ সাত জন লড়বেন মেয়র পদে। বিএনপির দুই প্রার্থীসহ ১২ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় কাউন্সিল পদে প্রতিদ্বন্দ্বিতায় করছেন ১১৬ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী আছেন ৪২ জন। খুলনাতেও সকাল ১০টায় শুরু হয় প্রতীক বরাদ্দ। এ সিটির নির্বাচনে মেয়র পদে লড়বেন চার জন। মনোনয়ন প্রত্যাহারের পর কাউন্সিলর ও স্বতন্ত্র পদে লড়ছেন ১৭৫ জন। ১২ জুন দুই সিটিতে ভোটগ্রহণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর